অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, নয়াদিল্লি: মায়ানমারে ভূমিকম্প, প্রভাব পড়ল কলকাতায়। রিখটার স্কেলে মাত্রা ৭.২, জানাল ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্প অনুভূত মায়ানমার, ভারত, বাংলাদেশ ও চিনে। তাইল্যান্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি।
ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। কলকাতা ছাড়াও কেঁপে উঠল একাধিক জেলা। মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে, রিখটার স্কেলে মাত্রা ৭.২ বলে জানা যাচ্ছে, তারই প্রভাব পড়েছে কলকাতায়। মায়ানমার সরকার যে স্টেটমেন্ট ইস্যু করেছে, সেটা হচ্ছে, মাত্রা ৭.৭। অর্থাৎ রিখটার স্কেলে মাত্রা আরও একটু বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও তার Official Confirmation এর জন্য আরও একটু অপেক্ষা করা হচ্ছে।
যেটা জানা যাচ্ছে যে, সাগাইং বলে একটি জায়গা রয়েছে মায়ানমারে, সেখান থেকে ১৬ কিমি উত্তর এবং উত্তর পশ্চিমদিকে, এই ভূমিকম্পের উৎস। ভূমিকম্পের যে কেন্দ্র, মাটি থেকে ১০ কিমি গভীরে, এমনটাই প্রাথমিকভাবে বলা হচ্ছে।এবং যে জায়গাগুলি ভূমিকপম্পের জন্য প্রভাবিত হয়েছে, তার মধ্যে মায়ানমার তো অবশ্যই থাকছে। ভারতেও তার প্রভাব পড়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় যেমন অনুভূত হয়েছে, অন্যান্য জেলাগুলিতেও অনুভূত হয়েছে। তেমন মায়ানমারের আশেপাশে বেশ কয়েকটি দেশ, যেমন বাংলাদেশ , থাইল্যান্ড, এমনকি চিনে পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনটাই প্রাথমিক রিপোর্টে উঠে আসছে।রিখটার স্কেলে ৭ এর মাত্রাকে , বড় ভূমিকম্প বলা যেতেই পারে। সেক্ষেত্রে বলাই যায় যে, এই ভূমিকম্পের তীব্র অত্যন্ত বেশি। এইমুহূর্তে যে তথ্য সংগ্রহ করা হচ্ছে যে, ভূমিকম্পের প্রভাব যেখানে যেখানে পড়েছে, সেখানে জনবসতি কতটা, তার উপর নির্ভর করবে, ক্ষয়ক্ষতির মাত্রা।
আরও পড়ুন, লন্ডনে গিয়ে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, 'লজ্জা..,আপনার পতন হবেই' ! কী বলছেন দিলীপ, সুকান্তরা ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)