বারাসাত: বনগাঁ, হালিশহর পুরসভার পর পর নৈহাটিও দখলে রাখল তৃণমূল। শেষমেশ ২৪-০ ভোটে জয় পেল রাজ্যের শাসক দল। আস্থাভোটে গরহাজির ছিলেন বিজেপির ৭ কাউন্সিলর। ‘শীর্ষ নেতৃত্বের নির্দেশেই অনুপস্থিত’, দাবি বিজেপি কাউন্সিলর গণেশ দাসের।
উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কার্যালয়ে আজ নৈহাটির তৃণমূল পুরপ্রধানের শক্তিপরীক্ষা হয়। আস্থা ভোট ঘিরে বারাসাতে জেলাশাসকের কার্যালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। ৩১ আসনের নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। ২৪ জন কাউন্সিলর তাঁদের পক্ষে আছে বলে আগেই দাবি করে তৃণমূল।
গত ২৩ মে লোকসভা ভোটের ফলপ্রকাশের পর ১৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দান করেন। এর পরই ১৮ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। তড়িঘড়ি পুরসভায় প্রশাসক বসায় রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় বিজেপি। ২৫ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ে বলা হয় জেলাশাসকের উপস্থিতিতে আস্থা ভোট করতে হবে। এর পরই ৩০ সেপ্টেম্বর জেলাশাসককে চিঠি দেন তৃণমূল পুরপ্রধান। আজ আস্থা ভোটের দিন স্থির করেন জেলাশাসক।