নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে এসেছেন। তাঁকে স্বাগত জানাতে আমদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হল ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান। এই সাড়ম্বর অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ যোগ দিয়েছিলেন। উপস্থিত বিশিষ্টদের তালিকায় ছিলেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
কড়া নিরাপত্তা বন্দোবস্তের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সস্ত্রীক ট্রাম্প। সেখানে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প।
ট্রাম্পের ভাষণে উঠে আসে ভারতীয় জনতার পছন্দের বিভিন্ন বিষয়। তাঁর ওই বক্তব্যে দর্শকরা তুমুল করতালি দিয়ে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করা থেকে শুরু করে বলিউডকে সৃষ্টিশীলতার কেন্দ্র বলে উল্লেখ করে দর্শকদের মনজয় করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য ভারতের প্রশংসা করে ট্রাম্প বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্রের যোগসূত্র তুলে ধরেন।
ট্রাম্প তাঁর  ভাষণে ভারতের দুই ব্যাটিং তারকা সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির কথাও উল্লেখ করেন। বলেন, এই দেশ সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলির মতো বিশ্বের মহান ক্রিকেটারদের জন্য উচ্ছ্বাস প্রকাশ করে।



উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহত্ ক্রিকেট স্টেডিয়াম মোতেরার এই সর্দার পটেল স্টেডিয়ামে দর্শকাসন ১ লক্ষ ১০ হাজার। আগে এখানে ৫৪ হাজার দর্শকাশন ছিল। নতুন করে সংস্কারের পর সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। কয়েকদিন আগেই শূন্য থেকে তোলা এই স্টেডিয়ামের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছিল। সেই ছবি দর্শকদের নজর কেড়েছিল। বোর্ডের শেয়ার করা ওই ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সৌরভও। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছিলেন, আমদাবাদে এই সুবিশাল, সুন্দর ছবি দেখে খুবই ভালো লাগছে। খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে এই মাঠের সঙ্গে বহু স্মৃতি রয়েছে। এক লক্ষ দর্শকাসনের ইডেন দেখে বড় হয়েছি...(এখন আর অবশ্য নেই).. ২৪ তারিখের জন্য সাগ্রহে অপেক্ষা করছি।
সেই ২৪ তারিখে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে মোতেরা স্টেডিয়ামে উপস্থিত থাকলেন সৌরভ ও বোর্ড সচিব জয় শাহ।