অযোধ্যা: কোভিড ভ্যাকসিন কারা পাবেন? সেই তালিকায় এবার জায়গা করে নিলেন মৃত নার্স! উত্তরপ্রদেশের অযোধ্যায় ঘটেছে এই ঘটনা। কীভাবে মৃত নার্সের নাম এল ওই তালিকায় তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
টিকাকরণের ক্ষেত্রে প্রাধান্য পাবেন স্বাস্থ্য়কর্মীরা। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য়কর্মীদের তালিকা তৈরি করতে শুরু করেছে রাজ্য সরকারগুলি। অযোধ্যার ডাফরিন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরি করে রাজ্য স্বাস্থ্য দফতর। সেই তালিকাতেই জায়গা দেওয়া হল মৃত এক নার্সকে। শুধু তাই নয়, ওই তালিকায় আছে অবসরপ্রাপ্ত এবং স্বেচ্ছাবসর নেওয়া নার্সের নামও।
গোটা ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন উঠছে। উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয় প্রতাপ সিংহ বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন, যারা এই ঘটনার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনিক কর্তাদের বক্তব্য, ভুলবশতঃ এই তালিকায় তাদের নাম নথিভুক্ত করা হয়েছে। তিন মাস আগে এই তালিকা তৈরি করা হয়েছে। পরে তা আর আপডেট করা হয়নি।
গত সোমবার কোভিড-১৯ ভ্যাকসিনের ড্রাই রান হয় যোগী আদিত্যনাথের রাজ্যে। ১৫০০টি কেন্দ্রে ড্রাই রান হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। আগামী ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হবে জরুরি ভিত্তিতে টিকাকরণ। উত্তরপ্রদেশের ৮৫২টি কেন্দ্রে এই টিকাকরণ হবে বলে জানা গিয়েছে।
গত মঙ্গলবার পুণের সিরাম ইনস্টিটিউট থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় কোভিশিল্ড। দেশের ১৩টা শহরে পৌঁছাচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। যে তালিকায় আছে দিল্লি, আমদাবাদ, কলকাতা, মুম্বই, গুয়াহাটি সহ একাধিক শহর। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সোমবার এক কোটি ১০ লক্ষ ভ্যাকসিনের বরাত দিয়েছে সিরাম ইনস্টিটিউটকে। সিরাম জানিয়েছে, ২০০ টাকায় প্রতি ডোজ মিলতে পারে কোভিশিল্ড ভ্যাকসিন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
যোগী রাজ্যে ভ্যাকসিন প্রাপকদের তালিকায় মৃত নার্সের নাম! তদন্তের আশ্বাস প্রশাসনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jan 2021 08:25 AM (IST)
টিকাকরণের ক্ষেত্রে প্রাধান্য পাবেন স্বাস্থ্য়কর্মীরা। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য়কর্মীদের তালিকা তৈরি করতে শুরু করেছে রাজ্য সরকারগুলি। অযোধ্যার ডাফরিন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরি করে রাজ্য স্বাস্থ্য দফতর।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -