কলকাতা: এবার নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের বিধায়ক ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।


আদালতে দায়ের করা এক মামলায় তাঁর দাবি, সাম্প্রতিককালে তার জনসভায় এবং আসা ও যাওয়ার পথে হামলা চালানো ও অশান্তি পাকানোর কাজ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।


এমনকি প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে তাঁর সভাস্থল ও আসা যাওয়ার পথে পুলিশি নিরাপত্তার আবেদন করেছেন তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।


উল্লেখ্য, গতমাসে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। প্রায় তার সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ায় সম্মত হয় স্বরাষ্ট্রমন্ত্রক।


এর আগে অবশ্য মন্ত্রিত্ব ছাড়ার সঙ্গে রাজ্য সরকারি গাড়ি ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নন্দীগ্রামের বিধায়কের জন্য জেড ক্যাটিগরির নিরাপত্তা বরাদ্দ করা হয়। মন্ত্রকের তরফে জানানো হয়, কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির পরামর্শেই শুভেন্দুর জন্য এই নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।


সিআরপিএফ সূত্রে খবর, শুভেন্দুর নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে ২২ জন জওয়ান। তার মধ্যে ৪-৫ জন কমান্ডো। সুরক্ষা বলয়ে থাকছেন সিআরপিএফ-এর ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং কনস্টেবল।


সিআরপিএফ-এর এক ডেপুটি কমান্ডান্টের নেতৃত্বে শুভেন্দুর নিরাপত্তায় কাজ করছে এই টিম। এছাড়াও শুভেন্দুকে পাচ্ছেন বুলেট প্রুফ গাড়ি।


কনভয়ে থাকছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এসকর্ট ভ্যান। অন্য রাজ্যে গেলে শুভেন্দুকে ‘ওয়াই প্লাস’ ক্যাটগরির নিরাপত্তা দেবে সিআরপিএফ।


সিআরপিএফ-এর জেড ক্যাটিগরির নিরাপত্তা রাজ্যে এতদিন পেতেন মাত্র ২ জন! জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিন নম্বর ব্যক্তি হিসেবে জেড ক্যাটাগরির সুরক্ষা পাচ্ছেন শুভেন্দু।