প্যারিস: সর্বস্ব হারিয়ে অবসাদে ডুবে গিয়েছিলেন। নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। একবার নয়, দু'-দু'বার আত্মহত্যার চেষ্টা করেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। কিন্তু প্রত্যেক বারই অঘটন রুখে দেন তাঁর অমাত্য। শেষ পর্যন্ত পরিণতি যদিও সুখের হয়নি। কিন্তু আতহত্যার দায় থেকে মুক্ত থাকতে পেরেছিলেন নেপোলিয়ন। যে দু'টি পিস্তল মাথায় ঠেকিয়ে আত্মঘাতী হতে গিয়েছিলেন নেপোলিয়ন, এত বছর পর তা বিকোল নিলামে। (Napoleon Pistols Auctioned)


রবিবার ফ্রান্সে নেপোলিয়নের ওই দু'টি পিস্তল নিলামে তোলা হয়, যেগুলি ১.৮ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় যা ১৬ কোটি টাকার বেশি। তবে নিলামে বিক্রি হলেও ওই দু'টি পিস্তল ফ্রান্সের বাইরে নিয়ে যাওয়া যাবে না। কারণ পিস্তল দু'টিকে ইতিমধ্যেই জাতীয় সম্পদ বলে ঘোষণা করেছে সে দেশের সরকার। (Napoleon Bonaparte)


নিলামে কে বা কারা পিস্তল দু'টি কিনেছেন, তা সর্বসমক্ষে আনা হয়নি এখনও পর্যন্ত। নিলামে তোলার আগে শনিবার দেশের সংস্কৃতি মন্ত্রকের জাতীয় সম্পদ কমিশন বিভাগ জানায়, পিস্তল দু'টি ফ্রান্সের জাতীয় সম্পদ। তা বিদেশে রফতানি করা যাবে না। ফলে নিলামে বিক্রি হলেও ফ্রান্সের বাইরে সেগুলি নিয়ে যাওয়া যাবে না কোনও মতেই।



আরও পড়ুন: Kanishka Narayan: বিহারে জন্ম, ৩৩ বছর বয়সেই ব্রিটিশ পার্লামেন্টের সদস্য কণিষ্ক! কেমন ছিল উত্থান?


নিয়ম অনুযায়ী, ৩০ মাসের মধ্যে ওই পিস্তল দু'টি কেনার প্রস্তাব দিতে পারে ফ্রান্স সরকার। তবে ক্রেতা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন। ফ্রান্সে কোনও বস্তুকে যদি জাতীয় সম্পদ ঘোষণা করা হয়, সেক্ষেত্রে সাময়িক ভাবে যদিও বা ওই বস্তুকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে তা ফিরিয়ে আনা বাধ্য়তামূলক। 


নেপোলিয়নের যে পিস্তল দু'টি নিলামে বিক্রি হয়েছে, তার উপর সোনা এবং রুপোর পাত বসানো রয়েছে। সম্রাটের বেশে নেপোলিয়নের ছবিও খোদাই করা রয়েছে। বিদেশি শক্তির কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন যখন সর্বস্ব হারান, সাম্রাজ্য হাতছাড়া হয়, সেই সময় ১৮১৪ সালে নেপোলিয়ন আত্মঘাতী হতে যান। দু'টি পিস্তল মাথায় ঠেকিয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি।


কিন্তু আঁচ পেয়ে আগে থেকেই গান পাওডার খালি করে রেখেছিলেন, ফলে নিরস্ত হতে হয় নেপোলিয়নকে। এর পর বিষ খেয়ে আত্মঘাতী হতে যান তিনি। বিষ ঢেলেও ফেলেন গলায়, কিন্তু বমি করিয়ে কোনও রকমে প্রাণরক্ষা করা হয় তাঁর। পরবর্তী কালে ওই অমাত্যকে উপহারস্বরূপ পিস্তল দু'টি দেন নেপোলিয়ন। জীবন বাঁচানোর জন্য় ধন্যবাদও জানান। 


এর আগে নেপোলিয়নের একটি টুপিও প্রায় ১৭ কোটি টাকায় বিক্রি হয়। সিংহাসনচ্যুত হয়ে আলবা আইল্যান্ডে নির্বাসন কাটান নেপোলিয়ন। সেখান থেকে হৃত সাম্রাজ্য ফিরে পাওয়ার চেষ্টাও চালান। শেষ পর্যন্ত ১৮২১ সালের ৫ মে, ৫১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নেপোলিয়ন।