কলকাতা : একদিকে যখন আকুল নয়নে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গ, তখন উত্তরবঙ্গ বৃষ্টি থামার আশায়। কিন্তু আপাতত দুর্যোগ কমার আশা তো নেই-ই বরং ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে সপ্তাহের মাঝামাঝি। উত্তরবঙ্গে বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে ।
অন্যদিকে মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হবে কয়েকটি জেলায়। তাও সেই বৃষ্টিতে থাকবে না দাপট, নেহাতই স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই সপ্তাহেও। বৃষ্টির পরিমাণ হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। বজ্রপাত ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
উত্তরবঙ্গে সপ্তাহভরই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কোচবিহার জেলায় ।এছাড়া দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি বাড়বে।
এর ফলে ফের প্রমাদ গোনা শুরু করেছে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।
নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে । ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। এর ফলে টেলি কমিউনিকেশন ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। ক্ষতি হতে পারে কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের । শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গ আবহাওয়া
মঙ্গল ও বুধবারও অতিভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার ১০ জুলাই, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ,মুর্শিদাবাদ, নদিয়ে জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস; সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
কলকাতার আবহাওয়া
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় । বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকেই। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৯ মিলিমিটার। দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন। মধ্য ভারত ,পূর্ব ভারতে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
আরও পড়ুন :
মাওবাদী বন্দি অর্ণব হয়েছিলেন PHD প্রবেশিকা পরীক্ষায় প্রথম, তারপরই স্থগিত কাউন্সেলিং