কলকাতা: আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর আজ, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এই দিনেই যোগ দিবস নিয়ে তঁর মনের কথা তুলে ধরলেন মোদি। তিনি বলেন, 'বিশ্বে যোগের প্রসারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য়ের জন্য যোগ অত্যন্ত জরুরি। যোগের মাধ্যমে বসুধৈব কুটুম্বকম-এর মন্ত্র জোরালো হবে।' এদিন বক্তব্য রাখার সময় মেক ইন ইন্ডিয়ার প্রসঙ্গও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তিনি আরও বলেন, 'ভারতের সংস্কৃতি হোক বা সমাজ, আদর্শ হোক বা দর্শন- সবকিছুতেই ভারত শান্তির বার্তা দিয়েছে, বেঁধে থাকার বার্তা দিয়েছে। বিবিধতাকে উদযাপন করেছে ভারত। এই সব কিছুতেই যোগের ভূমিকা রয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।' যোগের মাধ্যমে অভ্যন্তরীণ বিবাদকে শেষ করতে হবে বলে মন্তব্য মোদির।


সংসদ ভবনের সামনে যোগব্যায়াম করে দিনটি পালন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ইন্ডিয়া গেটের সামনেও যোগ দিবস পালন করা হয়েছে। দিল্লির পুরানা কিলায় যোগ দিবস পালন হয়েছে। সেখানে যোগব্যায়াম করতে দেখা গিয়েছে বিদেশি নাগরিকদেরও। বারাণসীতে মাদ্রাসা Dairatul Islah Chirage Uloom-এ যোগ দিবস পালন হয়েছে। তামিলনাড়ুর রামেশ্বরমে জলের মধ্যে ভেসে যোগব্যায়াম করেছেন কয়েকজন। পাটনাতেও একই ছবি দেখা যায়। এদিনই রাজস্থানে, সিকিমে যোগ দিবস পালন করে ভারতীয় সেনা। সিকিমে বরফের মধ্যে যোগব্যায়াম করতে দেখা যায় জওয়ানদের।


এইদিনই সারা বিশ্বে একটি নজির স্থাপন করেছে গুজরাত। এমনটাই দাবি করেছেন গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি (Gujarat Minister of State for Home Harsh Sanghavi )। বুধবার তিনি বলেন, সুরাতে যোগ দিবস পালনে জড়ো হয়েছিলেন বিরাট সংখ্যক মানুষ। মন্ত্রীর দাবি, সংখ্যাটা নাকি লক্ষাধিক ! এক জায়গায় যোগ সেশনের জন্য উপস্থিত ছিলেন এক লাখেরও বেশি মানুষ।  যোগ দিবসে এমন বড় জমায়েত নাকি বেনজির। তাই এটি  গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Record) জায়গা করে নিয়েছে। এক লাখেরও বেশি মানুষ ইভেন্টে অংশ নিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে, বলেন সাঙ্ঘভি । গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল সুরাতের ডুমাস এলাকায় রাজ্য-স্তরের 'আন্তর্জাতিক যোগ দিবস' উদযাপনে যোগ দিয়েছিলেন। তাঁর দাবি, সব মিলিয়ে, ১.২৫ কোটি মানুষ রাজ্যের ৭২ হাজারটি জায়গায় যোগ দিবস উদযাপনে অংশ নেন এদিন। যোগ দিবসের অধিবেশন শুরু হওয়ার আগে তাঁর ভাষণে তিনি এই দাবি করেন। 


প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয় যোগ দিবস। যোগব্যায়ামে উপকারিতা, মানসিক ও শারীরিক দিক থেকে এর কী কী উপকার রয়েছে, আধ্যাত্মিকতার সঙ্গে এর কী সংযোগ, পুরো বিষয়টিই তুলে ধরতে পালিত হয় এই দিনটি। ২০১৪ সালে United Nations General Assembly-তে বিষয়টি তুলে ধরার পর থেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি পরিচিতি পায় যোগব্যায়াম। এই বছরে আন্তর্জাতিক যোগ দিবসের থিম 'বসুধৈব কুটুম্বকম'। এর অর্থ এক পৃথিবী-এক পরিবার।


আরও পড়ুন- '১৩-র জেলা পিছু কেন্দ্রীয় বাহিনীর অর্ধেকরও কম এবার গোটা রাজ্যের জন্য ? কী বার্তা নির্বাচন কমিশনারের