নয়াদিল্লি : তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের ( Kalyan Banerjee ) উপরাষ্ট্রপতিকে উপহাস করার ঘটনায় জগদীপ ধনকড়কে ( Jagdeep Dhankhar ) ফোন করে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী ( Narendra Modi )। বললেন, ২০ বছর ধরে নিজেও এই ধরনের অপমানের সম্মুখীন হয়েছেন। তবে খাস সংসদে উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদকে অপমান ভীষণ বেদনাদায়ক। এমনটাই ফোনে বলেছেন প্রধানমন্ত্রী, এক্স হ্যান্ডলে পোস্ট করে জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তিনি আরও লেখেন, 'প্রধানমন্ত্রীকে বলেছি, এঁরা সংবিধানের মর্যাদা রক্ষায় আমায় রুখতে পারবে না। কোনও অপমান আমায় নিজের পথ থেকে সরাতে পারবে না' , এক্স হ্যান্ডলে পোস্ট উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের।
শুধু প্রধানমন্ত্রীই নন, উপরাষ্ট্রপতিকে কল্যাণের উপহাসের তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করেন, 'সংসদ চত্বরে উপরাষ্ট্রপতিকে যে ভাবে উপহাস করা হয়েছে তাতে আমি ব্যথিত। নির্বাচিত জনপ্রতিনিধিদের বাক্ স্বাধীনতা নিশ্চয়ই আছে। কিন্তু তাঁদের অভিব্যক্তি অবশ্যই মর্যাদা ও সৌজন্যপূর্ণ হওয়া উচিত। সেটাই সংসদীয় পরম্পরা, দেশের মানুষও সেটাই প্রত্যাশা করে'।
সংসদ থেকে সাসপেন্ড করার প্রতিবাদে মঙ্গলবার, উপরাষ্ট্রপতি ও রাজ্য়সভার চেয়ারম্য়ান জগদীপ ধনকড়কে নকল করে, অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে। সামনে দাঁড়িয়ে ছবি তোলেন রাহুল গান্ধী। বিষয়টা জানতে পেরে, অধিবেশনকক্ষে নিন্দায় সরব হন জগদীপ ধনকড়ও।
নতুন সংসদভবনের মকর দ্বারের সিঁড়িতে যখন বিরোধী দলের সাংসদরা বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন অঙ্গভঙ্গি করে বেশ কিছু কথা বলতে শোনা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আর কল্যাণের একেবারে সামনে দাঁড়িয়ে, তাঁর অঙ্গভঙ্গি মোবাইল ফোনে রেকর্ড করছিলেন রাহুল গাঁধী।
অন্যদিকে বুধবার ৩ দিনে পড়ল ১৪১ সাংসদের সাসপেনশনের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভ। সংসদ চত্বরে গাঁধীমূর্তির পাদদেশে বিরোধীরা এদিনও একজোটে প্রতিবাদ জানান।
আরও পড়ুন :
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ED র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে