ওয়াশিংটন: আমেরিকা সফরে গিয়ে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে দুর্মূল্য উপহার তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনকে রুপোর তৈরি ট্রেনের প্রতিকৃতি উপহার দিলেন তিনি। ওই মডেল ট্রেনটি একটি অ্যান্টিক। হাতের কাজ রয়েছে ট্রেনটির গায়ে। খোদাই করে লেখা রয়েছে, 'দিল্লি থেকে ডেলাওয়্যার'। (Narendra Modi in US)


আসলে চতুর্দেশীয় সম্মেলনে যোগ দিতে তিন দিনের আমেরিকা সফরে গিয়েছেন মোদি। বাইডেনের শহর ডেলাওয়্যারের উইলমিংটনে দু'জনের মধ্যে সাক্ষাৎ হয়। ট্রেনের দুই দিকেই তাই 'দিল্লি থেকে ডেলাওয়্যার' লেখা রয়েছে। ট্রেনের ইঞ্জিনের গায়ে লেখা রয়েছে 'ভারতীয় রেল'। মহারাষ্ট্রের শিল্পীরা সেটি তৈরি করেছেন বলে জানা গিয়েছে। (Joe Biden)


রুপোর তৈরি মডেল ট্রেনটির ৯২.৫ শতাংশ অংশই রুপোর তৈরি। রুপোর কাজের জন্য এমনিতেই পরিচিতি রয়েছে মহারাষ্ট্রের। সেখানের বাছাই করা শিল্পীরাই আমেরিকার প্রেসিডেন্টের জন্য ওই উপহার তৈরি করেন। শুধু রুপোর তৈরি ওই মডেল ট্রেনই নয়, বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে একটি কাশ্মীরের পশমিনা শালও উপহার দিয়েছেন মোদি।



কাশ্মীরের পশমিনা শালের কদর গোটা পৃথিবীতে। চাংথাঙ্গি ছাগলের গায়ের রোমকে বলা হয় পশম। সেই পশম থেকেই তৈরি হয় পশমিনা শাল। লাদাখের উঁচু পার্বত্য এলাকায় চাংথাঙ্গি ছাগল পাওয়া যায়। এই পশম অত্যন্ত নরম এবং সূক্ষ্ম হয়। পেশাদার শিল্পী ছাড়া পশমিনা শাল বুনতে পারেন না কেউ। কয়েক প্রজন্ম ধরে পশমিনা শালের ব্যবসা করে আসছে কাশ্মীরের কিছু পরিবার।


এ বছরের শেষ নাগাদ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মোদির সাক্ষাৎ আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। একাধিক বিষয়ে এদিন দু'জনের মধ্যে কথা হয়। ওঠে সীমান্তে চিনা আগ্রাসনের প্রসঙ্গও। এই সফরে নিউ ইয়র্কও যাওয়ার কথা মোদির। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন তিনি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করার কথাও তাঁর।


মোদির এই সফর আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। অতি সম্প্রতিই আমেরিকার আদালত ভারত সরকারকে তলব করেছে। খালিস্তানপন্থী নেতাকে হত্যার চেষ্টার অভিযোগে ভারত সরকার, ভারতের গুপ্তচর সংস্থা RAW-এর এজেন্টদেরও তলব করা হয়েছে। কানাডাও একই অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে। ফলে এই ভারত ও আমেরিকার বোঝাপড়ার উপরও প্রশ্ন উঠে যায়। সেই আবহেই আমেরিকা সফরে মোদি।