নয়া দিল্লি: স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বল্লভভাই পটেলের ১৫০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হল 'জাতীয় একতা দিবস'। গুজরাতের কেওয়াড়িয়াতে সর্দার বল্লভভাই পটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে, জাতীয় ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তার বার্তায় এদিন স্ট্যাচু অফ ইউনিটির সামনে হবে প্যারেড। সেখানে অংশগ্রহণ করে BSF, CRPF, CISF, ITBP ও SSB সহ বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী।                   

Continues below advertisement

এদিন সেই অনুষ্ঠান থেকেই মোদি বলেন, 'আজ দেশের একতা প্রশ্নের মুখে আছে। অনুপ্রবেশকারীদের নিয়েও সমানে চিন্তায় দেশ। বহু দিন ধরে দেশের নাগরিকদের  ডেমোগ্রাফি নষ্ট করেছে। দেশের ঐক্যেও প্রশ্নের মুখে ফেলেছে তারা। তবুও সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের সুরক্ষাকেও প্রশ্নের মুখে ফেলেছে। প্রথমবার, দেশের এই অনুপ্রবেশকারী ইস্যুতে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এটা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি যখন কেউ কেউ দেশেরও আগে রাখছে নিজেদের স্বার্থকে।'                 

প্রধানমন্ত্রীর কথায়, 'অনুপ্রবেশকারীদের বাঁচাতে রাজনৈতিক লড়াই লড়ছে কোথাও কোথাও। তাদের মনে হচ্ছে, দেশ যখন একবার ভেঙেছে যখন বারবার ভাঙবে। এদের কিছু যায় আসে না। দেশের সুরক্ষা ও নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে প্রত্যেক ব্যক্তির সুরক্ষাও বিঘ্নিত হবে। আবার আমরা আজকে শপথ নেব ভারতে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীদের বের করেই ছাড়ব।'

Continues below advertisement

এদিন, দিল্লিতে সর্দার বল্লভভাই পটেলের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রদ্ধা জ্ঞাপন করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। উপস্থিত ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা-ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, "সর্দার প্যাটেলের দূরদর্শিতায় খণ্ডে খণ্ডে বিভক্ত ভারত রূপ নেয় ঐক্যবদ্ধ ভারতে। দেশের ৫৬২ প্রদেশকে একসূত্রে বেঁধেছিলেন তিনি। তাঁর দূরদর্শিতা ও লৌহ দৃঢতার ফলেই অখণ্ড ভারতের জন্ম হয়।" 

জাতীয় একতা দিবস উপলক্ষে দিল্লিতে, জাতীয় ম্যারাথন কর্মসূচি সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম 'রান ফর ইউনিটি'। দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে শুরু হবে এই দৌড় কর্মসূচি।