অযোধ্যা : প্রতীক্ষার অবসান। আজ কিছুক্ষণ পরেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নব নির্মিত রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে।
কোন সময়ে প্রাণ প্রতিষ্ঠা
- ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড।
- ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণপ্রতিষ্ঠা হবে।
মন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যা যেন উৎসব নগরী। হাজার হাজার ভক্তের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু-সন্তরা। বিদেশ থেকেও এসেছেন অতিথিরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। জায়গায় জায়গায় চেকিং পয়েন্ট। চলছে নাকা তল্লাশি। SPG ও কমান্ডো বলয়ের ঘেরাটোপে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও বিশেষ অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।
দেখে নিন আজ প্রধানমন্ত্রী মোদি কখন কোথায় পৌঁছবেন
১১ দিন ধরে বিভিন্ন আচার পালনের পর তামিলনাড়ু থেকে আজ সকালেই অযোধ্যা পৌঁছবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন রাম মন্দিরের।
- সকাল ১০.২৫-এ অযোধ্যা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিমান।
- ১০.৪৫-এ পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে।
- সেখান থেকে সকাল ১০টা ৫৫-য় যাবেন রাম জন্মভূমিতে।
- রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত।
- বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী।
- দুপুর ১টায় যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর ১ থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান।
- দুপুর ২টো ১০-এ কুবের টিলায় পৌঁছবেন মোদি। সেখানে জটায়ু মন্দিরে পুজো দেবেন।
২২ তারিখ ওই মুহূর্তে,
রাশি হবে মেষ
নক্ষত্র মৃগাশিরা
থাকবে ইন্দ্রযোগ থাকবে
এছাড়া থাকবে অভিজিৎ মুহূর্ত, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কেউ যদি কোনও শুভ কাজ সম্পন্ন করার জন্য ঠিক দিন খুঁজে না পান, তাহলে বেছে নিন এই অভিজিৎ মুহূর্ত।
জেনে নেওয়া যাক এই দিনের গ্রহের অবস্থান সম্পর্কে।
-মেষ রাশির ঊর্ধ্বে থাকবে বৃহস্পতি
- চন্দ্র থাকবে বৃষে
- ষষ্ঠ ঘরে কেতু
- নবম ঘরে মঙ্গল বুধ ও শুক্র থাকবে
- দশম ঘরে সূর্য থাকবে
- শনি থাকবে একাদশ ঘরে
- রাহু থাকবে দ্বাদশ ঘরে
এই দিনে যখন ভগবান রামের প্রতিষ্ঠা হচ্ছে, তখন যে কেউ নিজের বাড়িতেও ঈশ্বরের প্রতিষ্ঠা করতে পারেন। বাড়িতে পুজোর আয়োজন করতে পারেন। গৃহদেবতার আরাধনা করতে পারেন।
এই সময়ে যদি কোনও ব্যক্তির জন্ম হয় তবে তার ভবিষ্যত খুব উজ্জ্বল হবে। তিনি একজন জ্ঞানী দার্শনিক, আইনবিদ এবং সমাজে উচ্চ মর্যাদার ব্যক্তি হয়ে উঠতে পারেন এবং সারা জীবন অভাব থাকবে না তাঁর। আজাবন সুখী হওয়ার সম্ভাবনা থাকবে।তাই অনেকেই এই দিনটি সন্তান জন্ম দেওয়ার জন্য বেছে নিচ্ছেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ থেকে এসেছেন অতিথিরা। কেউ এসেছেন তানজানিয়া থেকে। কেউ ইথিওপিয়া, কেউ ওয়েস্ট ইন্ডিজ, কেউ মরিশাস, কেউ অস্ট্রেলিয়া, কেউ আবার নাইজেরিয়া থেকে এসেছেন। প্রত্যেকেই রামলালার জন্য কিছু না কিছু উপহার এনেছেন। জানিয়েছেন, রাম মন্দির উদ্বোধনের সাক্ষী হতেই অযোধ্যায় আসা।
আরও পড়ুন :
প্রবল শীতে কাঁপছে কলকাতা, রাতারাতি ৩ ডিগ্রি নেমে আজ শীতলতম দিন !