ওয়াশিংটন : মার্কিন সফর শেষ। ভারতের প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে মার্কিন মুলুকেও উত্তেজনা ছিল তুঙ্গে। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে নৈশভোজ, হোয়াইট হাউসে ভাষণ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ, মার্কিন কংগ্রেসের যোথ অধিবেশনে বক্তৃতা, ভারতীয় বিজনেজ টাইকুনদের সঙ্গে আলাপচারিতা, সবমিলিয়ে ঠাসা ছিল মোদির এবারের আমেরিকা সফর। শুক্রবার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের সমাপনী অনুষ্ঠানে মন্দ্রিত হল ভারতের জাতীয় সঙ্গীত ( Indian national anthem)। জন গন মন-র সুর অনুরণিত হল ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান বিল্ডিং এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে (Ronald Reagan Building and International Trade Center in Washington DC )। গাইলেন আমেরিকান গায়িকা মেরি মিলবেন ।
United States Indian Community Foundation (USICF) দ্বারা আয়োজিত অনুষ্ঠানে তারপর তৈরি হল এক অন্যরকম মুহূর্ত। আফ্রিকান-আমেরিকান গায়িকা পারফর্ম্যান্স শেষে পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন নরেন্দ্র মোদির। আপ্লুত হয়ে ট্যুইটও করলেন গায়িকা। লিখলেন, 'এই রাতটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ প্রধানমন্ত্রী । আপনার উদারতা এবং উষ্ণতার জন্য। আপনার জন্য গান করা আমার সম্মান। ধন্যবাদ ডিডি নিউজ লাইভ সম্প্রচারের জন্য। ভারত এবং বিশ্বজুড়ে ভারতীয় সম্প্রদায়কে জানাই, আমি তোমাদের ভালবাসি!'
মেরি মিলবেন একজন বিশিষ্ট আফ্রিকান-আমেরিকান হলিউড অভিনেত্রী এবং গায়িকা। তাঁর গলায় জাতীয় সঙ্গীত জন গণ মন এবং ওম জয় জগদীশ হরে ভারতে অত্যন্ত জনপ্রিয় । এদিন অনুষ্ঠানের আগে, মিসেস মিলবেন বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদির জন্য ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পেরে "অত্যন্ত সম্মানিত"।
তিনি আরও বলেন "আমেরিকা এবং ভারত উভয়ের সঙ্গীতই গণতন্ত্র এবং স্বাধীনতার আদর্শের সাথে কথা বলে এবং এটিই মার্কিন-ভারত সম্পর্কের প্রকৃত সারমর্ম। একটি স্বাধীন রাষ্ট্র শুধুমাত্র স্বাধীন মানুষদের দ্বারাই সংজ্ঞায়িত করা যায়"
মিলবেন বলেন, তিনি পরপর চারজন আমেরিকান প্রেসিডেন্টের সামনে তাঁদের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন। এবার মোদির সামনে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পেরে তিনি সম্মানিত।
এর আগে প্রধানমন্ত্রী যখন পাপুয়া নিউগিনি সফর করেন, তখন সে দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধাবনত হয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়েছিলেন।