কলকাতা: মনে পড়ে ১৯৯৮ সালের আজকের দিনটি? ২২ বছর আগে আজকের দিনেই রাজস্থানের পোখরানে পরীক্ষামূলক ভাবে পরমাণু অস্ত্র পরীক্ষা করে ভারত। তারপর এই দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস বলে ঘোষণা করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রূ অটলবিহারী বাজপেয়ী। সেই থেকেই আজকের দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় দেশে।

১৯৭৪ এ পোখরান ১ পরীক্ষার পর ১৯৯৮ তে এই পরীক্ষা চালায় ভারত।

এটি ছিল ভারতের দ্বিতীয় পরমাণু পরীক্ষা৷ ইতিহাস সৃষ্টি করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা৷ প্রথম ভারতীয় পরমাণু বোমা পরীক্ষা হয় ১৯৭৪ সালে৷ যার কোড নাম ছিল ‘স্মাইলিং বুদ্ধ’।

পোখরানে ১৯৯৮ সালের পরীক্ষাটির নাম ছিল 'অপারেশন শক্তি'। এর ২ দিন পরে আরও দুটি পরমাণু বোমা পরীক্ষা করা হয়। তারপরই তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভারতকে পারমাণবিক শক্তিসম্পন্ন রাষ্ট্র বলে ঘোষণা করেছিলেন৷

ভারতের এই পরমাণু বোমা পরীক্ষা হয় একেবারেই চুপিসাড়ে। এর আগে ১৯৯৫ তে ভারতের প্রচেষ্টার খবর আমেরিকা আগেভাগে পেয়ে গিয়ে চাপ সৃষ্টি করে। কিন্তু ১৯৯৮ তে ভারত চায়নি আর কোনও বাধা আসুক।

পরমাণু অস্ত্র পরীক্ষা ছাড়াও ভারত প্রথমবার দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান হংসা-থ্রিও । এই বিমান তৈরি করেছিল ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবোরেটরি।

এছাড়াও ১১ মে তারিখেই পরীক্ষিত হয় ত্রিশূল ক্ষেপণাস্ত্র (ভূমি থেকে আকাশ)।
আজ প্রযুক্তি দিবসে ট্যুইটারে দিনটির ইতিহাস স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদি, রাষ্ট্রপতি কোবিন্দ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।