চেন্নাই: সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতারির নির্দেশ দিয়েছে। কিন্তু বিচারপতি সি এস কারনানের এখনও খোঁজ নেই। কলকাতা থেকে চেন্নাই- কলকাতা হাইকোর্টের এই বিচারপতির কোথাও সন্ধান মিলছে না।

কারনানের এক সহযোগী ও আইনি পরামর্শদাতা অবশ্য মনে করছেন, গ্রেফতার হওয়া এড়াতে দেশ ছেড়েছেন তিনি। সম্ভবত স্থলপথে সীমান্ত টপকে পৌঁছে গিয়েছেন নেপাল বা বাংলাদেশ।

প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারপতির  বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় কারনানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে শীর্ষ আদালত। ৬১ বছরের এই বিচারপতিই প্রথম ন্যায়াধীশ, যাঁকে সুপ্রিম কোর্ট কারাদণ্ডে দণ্ডিত করল।

কিন্তু গ্রেফতারির নির্দেশ জারির পর থেকেই কারনানের আর খোঁজ নেই। কলকাতা পুলিশ গতকাল তাঁর সন্ধানে চেন্নাই গিয়েছে কিন্তু সেখানে তিনি ছিলেন না। মঙ্গলবার সকালে কলকাতার বাসভবন ছেড়ে চেন্নাইয়ে একটি গেস্ট হাউসে এসে ওঠেন তিনি। একটি সাংবাদিক বৈঠকও করেন। তারপর বুধবার সকালে বেরিয়ে যান ওই গেস্ট হাউস থেকে। অভিযোগ, খরচ না মিটিয়েই।

শোনা যাচ্ছিল, অন্ধ্রপ্রদেশের শ্রীকালাহস্তিতে এক মন্দির দর্শনে তাঁর যাওয়ার কথা। কিন্তু তিনি আদৌ সেখানে যান কিনা তা পরিষ্কার নয়। মন্দিরের এক আধিকারিক জানিয়েছেন, কারনান সেখানে আসেননি।

আবার শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন কারনান। সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করতে চান তিনি।