মুম্বই: মুম্বইয়ে রেল লাইনের ওপর পাওয়া গেল এক উঠতি আইনজীবীর দেহ। মৃতের নাম পল্লবী ভিকামসে, বয়স ২০। পল্লবী ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বা আইসিএআই-এর সভাপতি নীলেশ ভিকামসের কন্যা।

পল্লবীকে শেষ দেখা যায় বুধবার সন্ধে ৬টা নাগাদ সিএসএমটি স্টেশনে একটি ধীর গতিতে চলা ট্রেনে উঠতে। অফিস থেকে ডম্বিভলির ট্রেন ধরেন তিনি বাড়ি যাওয়ার জন্য। কিন্তু সন্ধে পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তাঁর বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর নিখোঁজ হওয়ার খবর। পরে রেল লাইন থেকে উদ্ধার হয় তাঁর দেহ।

জানা গিয়েছে, ট্রেন যখন কারে রোড পার হয়, তখন পল্লবী পড়ে যান ট্রেন থেকে। তখনই সিএসএমটির দিকে যাওয়া অন্য একটি ট্রেন তাঁর ওপর দিয়ে চলে যায়। পাশের কামরায় থাকা তখনই এক মহিলা আরপিএফে খবর দিয়ে ঘটনার কথা জানান।

কারে রোড স্টেশনমাস্টার জিআরপিকে জানিয়েছেন, বুধবার সন্ধে সাড়ে ছটা নাগাদ রেললাইনের ওপর এক তরুণীর দ্বিখণ্ডিত দেহ মিলেছে। পল্লবীর আত্মীয়রা তাঁর দেহ সনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে।

জিআরপি জানিয়েছে, তারা পল্লবীর বাবা ও ভাইয়ের বিববৃতি নিয়েছে, তাঁদের কথায় মনে হয়নি, এই মৃত্যুর কারণ নিয়ে সন্দেহের কোনও অবকাশ রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, নেহাত দুর্ঘটনারই শিকার হয়েছেন পল্লবী। তবে ট্রেনের মোটরম্যানের বয়ান নেওয়া হবে, কথা বলা হবে ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।