রাজধানীতে খুন ৩ কন্যা সহ বৃদ্ধা, নিরাপত্তা রক্ষী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Oct 2017 04:20 PM (IST)
নয়াদিল্লি: দিল্লির শাহদারার মানসরোবর পার্ক আজ সকালে উদ্ধার হয়েছে ৮৬ বছরের এক বৃদ্ধা ও তাঁর ৩ কন্যার দেহ। বাড়ির নিরাপত্তা রক্ষীকেও মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। অপরাধীদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। বৃদ্ধার মেয়েদের বয়স ৫৬, ৪৮ ও ৩৮। নিজেদের বাড়িতে তাঁদের ৪ জনকে ও নিরাপত্তা রক্ষীকে কেউ বা কারা ছুরি মেরে খুনি করেছে। পুলিশ জানিয়েছে, পাবলিক বুথ থেকে সকাল সাড়ে সাতটা নাগাদ তাদের কাছে একটি ফোন আসে। এরপরই ফরেনসিক ও ক্রাইম টিম ঘটনাস্থলে যায়। ঘরদোরের পরিস্থিতি ছিল পুরোপুরি স্বাভাবিক, খুনিরা যে দরজা জানালা ভেঙে ঢোকেনি, তা পরিষ্কার। তাই পুলিশের ধারণা, চেনা কেউ এই খুনের পিছনে রয়েছে, সম্ভবত সম্পত্তি নিয়ে ঝঞ্ঝাটের জেরে এমন ঘটনা। এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।