লখনউ: যে এলাকার মন্দিরে তিনি এতদিন মহন্ত ছিলেন, সেই গোরক্ষপুর থেকেই বিধানসভা ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে বিজেপির কয়েকজন নেতার দাবি, অযোধ্যা থেকে ভোটে দাঁড়ান তিনি।


মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য সেপ্টেম্বর মাসের মধ্যে বিধানসভা ভোটে জিতে আসতে হবে যোগীকে। অযোধ্যা বিজেপির নিজস্ব ইস্যু, যোগীও বারবার রামমন্দিরের পক্ষে আওয়াজ তুলেছেন, তাই বিজেপির একটা অংশ চায়, অযোধ্যা থেকেই ভোটে দাঁড়ান তিনি, তাহলে ভোটদাতাদের কাছে সঠিক বার্তা যাবে। আরএসএস-ও তাই চায় বলে খবর। গত মাসেই আদিত্যনাথ অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করেন, সরযূ নদীতে আরতি করেন, অযোধ্যার জন্য ঘোষণা করেন ৩৫০ কোটি টাকার প্যাকেজ। ফলে জল্পনা শুরু হয়েছে, অযোধ্যা থেকেই ভোটে লড়বেন তিনি। অযোধ্যার বিজেপি বিধায়ক বেদ গুপ্ত তাঁর জন্য নিজের আসন ছাড়ার কথাও আগেভাগে ঘোষণা করে দিয়েছেন।

কিন্তু ঘটনা হল, গোরক্ষপুর ও গোরক্ষনাথের মন্দির থেকে এত দূর এসেছেন আদিত্যনাথ, এখান থেকে পাঁচবার লোকসভায় গিয়েছেন তিনি। সেই জায়গা ছাড়তে চান না।

মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর লোকসভা আসন থেকে পদত্যাগ করার কথা। তা এখনও করেননি তিনি। ঠিক হয়েছে, রাষ্ট্রপতি ভোটের পর মুখ্যমন্ত্রী যোগী ও উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্য- দুজনেই সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন।