লখনউ: উত্তরপ্রদেশে বিজেপি-র দলীয় সদস্যদের মধ্যে থেকে রক্তদানের জন্য তৈরি ১.৩৫ লক্ষ ব্যক্তির তালিকা তৈরি করা হল। আজ গোরক্ষপুরে এই তালিকার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, ‘প্রতিদিন ভারতে ১২০ লক্ষ ইউনিট রক্তের চাহিদা থাকে। কিন্তু পাওয়া যায় মাত্র ৬০ লক্ষ ইউনিট রক্ত। এই তালিকা স্বেচ্ছা রক্তদাতাদের অভাব পূরণ করতে উৎসাহ দেবে। এই তালিকায় বিরল গ্রুপের রক্তদাতাদেরও নাম এবং বিস্তারিত তথ্য আছে। এর ফলে যাঁদের রক্ত দরকার তাঁদের উপকার হবে। তাঁদের আর পেশাদার রক্তদাতাদের সাহায্য নিতে হবে না।’

বিজেপি মুখপাত্র শালাভমণি ত্রিপাঠি বলেছেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষে রক্তদাতাদের এই তালিকা তৈরি করা হয়েছে। সদস্যদের রক্ত পরীক্ষা করেই এই তালিকা তৈরি করা হয়েছে। উত্তরপ্রদেশের ৭৫টি জেলারই স্বেচ্ছা রক্তদাতাদের রক্তের গ্রুপ, মোবাইল নম্বর ও বাড়ির ঠিকানা আছে। সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয়রা ফোন করলেই পৌঁছে যাবেন রক্তদাতারা। ফলে সাধারণ মানুষের মধ্যে রক্তের সম্পর্ক তৈরি হবে।