সাম্বা: ফের যুদ্ধবিরতি ভাঙল পাকিস্তান। গত রাতে জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে পাক সেনার গুলিতে বিএসএফের ১ জওয়ান শহিদ হয়েছেন। বিএসএফের জবাবি গুলিতে নিহত হয়েছে ২ পাক সেনা।
শেষ ২ দিনে এ নিয়ে দ্বিতীয়বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। যুদ্ধবিরতি লঙ্ঘন ও জঙ্গি হামলায় এ বছর এখনও পর্যন্ত ৪৮ জন জওয়ান শহিদ হয়েছেন।
গতকাল পাক রেঞ্জার্সের গুলিতে আখনুর সেক্টরে আহত হন ৩ ভারতীয় জওয়ান। আজ বিএসএফের জবাবি গুলিতে নিহত হয়েছে ২ পাক সেনা। বিএসএফ জানিয়েছে, গতকাল পাক সেনা বিএসএফ ছাউনিগুলির ওপর কোনও কারণ ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। জম্মুর আখনুরের ব্রাহ্মণ বেলা ও রায়পুর সীমান্তে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় তারা, দাগে মর্টার। এতে জখম হন ৩ বিএসএফ জওয়ান।
এছাড়া নিয়ন্ত্রণরেখার এপাশে পুঞ্চের মানকোটে, সাবজিয়ান ও দিগওয়ার এলাকাতেও যুদ্ধবিরতি ভেঙেছে পাকিস্তান। প্রচণ্ড গুলিবর্ষণে আহত হয়েছেন ৩ জন স্থানীয় বাসিন্দা।
সাম্বা সেক্টরে পাকিস্তানের গুলি, শহিদ ১ জওয়ান, পাল্টা গুলিতে খতম ২ পাক সেনা
ABP Ananda, Web Desk
Updated at:
15 Sep 2017 07:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -