আদিত্যনাথ সম্পর্কে আপত্তিকর ছবি পোস্টের অভিযোগে গ্রেফতার ১
ABP Ananda, web desk | 14 Aug 2017 06:37 PM (IST)
শাহজাহানপুর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে একটি অবমাননাকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার একজন। এই ঘটনায় তার ভাইয়ের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে। বান্দা শহরে অভিযুক্ত ও তার ভাইয়ের একটি সেলুন রয়েছে। গতকাল তিনি ওই ছবি পোস্ট করেন বলে অভিযোগ। সার্কেল অফিসার পুওয়ায়ন এমএস রাওয়াত বলেছেন, ওই ছবি পোস্ট করার খবর পাওয়ার পরই ওই সেলুনে চড়াও হয় হিন্দু যুবা বাহিনীর একদল কর্মী। তারা দুই ভাইকে বেধড়ক মারধর করে। রাওয়াত জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মধ্যে একজন আসিদ আনসারিকে গ্রেফতার করে। অন্য ভাই আসিফ আনসারি পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে হিন্দু যুবা বাহিনীর এক নেতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, যোগী আদিত্যনাথ হিন্দু যুবা বাহিনী তৈরি করেছিলেন।