চেন্নাই: সোমবার রাতে শ্রীলঙ্কা নৌসেনার গুলিতে ১ ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ৩জন আহত হয়েছেন গুলিতে। তামিলনাড়ু উপকূলে ধনুষ্কোটি ও কাটচাহীভুর মধ্যে মাছ ধরছিলেন তাঁরা। তখন ঘটে এই ঘটনা।
মৃতের বয়স বছর ২২, তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে রামেশ্বরম সরকারি হাসপাতালে।
এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ তামিলনাড়ুর মানুষ। মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে অভিযোগ করেছেন, শ্রীলঙ্কা নৌসেনার হাতে ভারতীয় মৎস্যজীবীদের হেনস্থা রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা।
রামেশ্বরমের মৎস্যজীবী সম্প্রদায় পথে নেমে প্রতিবাদে ফেটে পড়েছেন। যতক্ষণ না কোনও কেন্দ্রীয় মন্ত্রী এসে প্রতিশ্রুতি দিচ্ছেন, এমন ঘটনা আর ঘটবে না, ততক্ষণ দেহ গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। অভিযুক্ত নৌসেনা কর্মীকে তাঁরা গ্রেফতারেরও দাবি করেছেন। স্থানীয় একটি দলের কর্মীরা সেলফোন টাওয়ারে উঠে পড়ে জানিয়েছেন প্রতিবাদ।
ডিএমকে-র কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালিন মন্তব্য করেছেন, শ্রীলঙ্কা নৌসেনা নিয়মিত ভারতীয় মৎস্যজীবীদের হেনস্থা করছে, কেন্দ্রীয় সরকার নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে পারে না। কড়া প্রতিক্রিয়া জানানোর এটাই প্রকৃষ্ট সময়।
তামিলনাড়ু সরকার মৃতের পরিবারের জন্য ৫লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে। ১ লাখ টাকা করে দেওয়া হবে গুলিচালনায় আহতদের।
শ্রীলঙ্কা নৌসেনার গুলিতে হত ১ ভারতীয় মৎস্যজীবী, তামিলনাড়ুতে বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2017 12:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -