সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, খতম জঙ্গি, জখম জওয়ান
ABP Ananda, Web Desk | 05 Nov 2016 03:23 PM (IST)
শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর সংঘর্ষে ১ জঙ্গি খতম হয়েছে, আহত ১ জওয়ান। গুলি বিনিময় এখনও চলছে। শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে ডোবজান গ্রামে ৪ জঙ্গি ঘাঁটি গেড়েছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী। যে বাড়িতে তারা লুকিয়ে ছিল বলে খবর, সেটি ঘিরে ফেলতেই ভেতর থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জবাবি গুলিতে ১ জঙ্গির মৃত্যু হয়, আহত হয়েছেন ১ জওয়ানও। ১ মাসের মধ্যে এ নিয়ে দু’বার সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাল জঙ্গিরা। গত মাসে সিআরপি কনভয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় ৮জন আহত হন।