বেঙ্গালুরু: বৃহস্পতিবার বেসরকারিভাবে প্রস্তুত যে পিএসএলভি-সি৩৯ রকেটটি শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণে ব্যর্থ হয়, তার ওজন ছিল সর্বোচ্চ ভারের থেকে ১ টন বেশি। এর ফলে তার গতি সেকেন্ডে ১ কিলোমিটার করে কমে যায়।
বৈজ্ঞানিকরা বলছেন, এর ফলে মিশন সফল হওয়ার জন্য যে উচ্চতায় উপগ্রহটিকে পৌঁছতে হত তা কমে যায় ব্যাপকভাবে।
ইসরোর প্রাক্তন স্যাটেলাইট সেন্টার ডিরেক্টর এস কে শিবকুমার বলেছেন, রকেটের ডিজাইন অনুযায়ী তার যতটা ওজন তোলার কথা ছিল, রকেটের আসল ওজন ছিল তার থেকে অন্তত ১ টন বেশি। ফলে রকেটের হিট শিল্ড আলাদা হতে পারেনি, যার জন্য গতি লক্ষ্যণীয়ভাবে কমে যায়।
হিট শিল্ড হল উৎক্ষেপণের সময় বায়ুমণ্ডলের ঘর্ষণে যে তাপ সৃষ্টি হয় তা থেকে রকেটের রক্ষাকবচ। উপগ্রহ কক্ষপথে ঢুকে গেলে এই শিল্ডের খুলে গিয়ে পড়ে যাওয়ার কথা। এ ক্ষেত্রে হিট শিল্ডকে খুলে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ফলে রকেটের গতি কমতে থাকে। যে উচ্চতায় তার পৌঁছনোর কথা ছিল সেখানে তা যেতে পারেনি।
ইসরো চেয়ারম্যান কিরণ কুমার জানিয়েছেন, পিএসএলভি-র ২৪ বছরের ইতিহাসে এটাই প্রথম ব্যর্থতা। আগামী মিশনগুলিতে এই ব্যর্থতার কোনও ছায়া পড়বে না।
অতিরিক্ত ১ টন ওজনের ভারেই ব্যর্থ হল পিএসএলভি মিশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Sep 2017 01:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -