নয়াদিল্লি: দাড়ি রাখার কারণে দিল্লির রোহিণীতে এনসিসি সদর দফতর ছেড়ে চলে যাওয়ার বনির্দেশ দেওয়া হয় জামিয়া মিলিয়া ইসলামিয়ার ১০ ছাত্রকে। ৬ দিনের এক ক্যাম্পে যোগ দিতে ওই ছাত্ররা সদর দফতরে গিয়েছিলেন। ব্যাটেলিয়নের হাবিলদার মেজর তাঁদের জানান, এনসিসি করতে হলে দাড়ি বাদ দিতে হবে।
ছাত্ররা জানিয়েছেন, তাঁরা আবেদনপত্র লিখে জানান, ধর্মীয় কারণে দাড়ি রেখেছেন তাঁরা, ২ বছরের বেশি সময় ধরে এনসিসি করছেন, কখনও কোনও সমস্যা হয়নি। কিন্তু ক্যাম্পের ষষ্ঠদিনে তাঁদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এখান থেকে চলে যেতে হবে, সরিয়ে দেওয়া হয় জিনিসপত্র।
তাঁদের কথায়, একদিন তাঁরা সেনায় যোগ দিতে চান কিন্তু এ ধরনের আচরণ মন ভেঙে দেয়।
যদিও এনসিসি জানিয়ে দিয়েছে, তাদের নিয়মে ক্যাম্পে এসে দাড়ি রাখা বেআইনি, এ নিয়ে হাইকোর্টের রায় রয়েছে, একই কথা বলেছে প্রতিরক্ষা মন্ত্রকও।
ওই ছাত্রদের বক্তব্য, ভাল কথায় ক্যাম্প না ছাড়লে তাঁদের পুলিশের ভয়ও দেখানো হয়েছে। এনসিসিতে দাড়ি রাখা বেআইনি বলে কোনও নিয়ম নেই বলে তাঁদের দাবি।
অবশ্য মুসলমান এনসিসি ক্যাডারদের দাড়ি রাখা নিয়ে সমস্যায় পড়া এই প্রথম নয়। ২০১৩-য় বেঙ্গালুরুর ৭ কলেজ ছাত্র কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হন, কারণ এনসিসি তাঁদের দাড়ি থাকা অবস্থায় পরীক্ষায় বসতে দিচ্ছিল না।
দাড়ি রাখায় জামিয়া মিলিয়া ইসলামিয়ার ১০ ছাত্রকে এনসিসি ছাড়ার নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Dec 2017 11:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -