জয়পুর:  অশিক্ষা ও কুসংস্কার এর আগেও বহু শিশুর প্রাণ কেড়েছে ভারতের গ্রাম থেকে শহরে। ফের আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল, এবার রাজস্থানের ভিলওয়াড়া জেলায়।


দিন পাঁচেক ধরে গুজ্জারো কে খেদা গ্রামের ছোট্ট একরত্তি আশা সর্দি, কাশি, জ্বরে ভুগছিল। ডাক্তার দেখিয়েও কোনও লাভ হয়নি। তখন তার দাদু হঠাৎ কুসংস্কারের বশে মেয়েটির গায়ে লোহার রডের ছ্যাঁকা দিয়ে দেয়। তারপরই জ্ঞান হারায় মেয়েটি। প্রথমে তাকে ভিলওয়াড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আজমেঢ়ের সবচেয়ে বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুটির দেহের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই অভিযুক্তকে গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়া হবে। তবে পুলিশের দাবি, এর আগেও ভিলওয়াড়া জেলায় কুসংস্কারের শিকার হয়ে বহু শিশু প্রাণ হারিয়েছে। গত তিনমাসে প্রায় বারো শিশুর এই কারণে মৃত্যু হয়েছে, দাবি পুলিশের।