গ্রেফতার ১০ নকশাল, উদ্ধার প্রচুর অস্ত্র-বিস্ফোরক, দিল্লিতে নাশকতার ছক বানচাল, দাবি পুলিশের
web desk, ABP Ananda | 16 Oct 2016 03:44 PM (IST)
নয়ডা: নকশাল দমনে বড় সাফল্য। গতকাল রাতে ১০ নকশালকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ, নয়ডা ও চান্দাউলি জেলায় হানা দিয়ে। ধৃতদের মধ্যে আছে স্বঘোষিত নকশাল কমান্ডার প্রদীপ সিংহ খারওয়ার। ঝাড়খন্ডের লাতেহারের বারিয়াতু গ্রামের বাসিন্দা প্রদীপের মাথার দাম ৫ লক্ষ টাকা। ২০১২-র ফেব্রুয়ারি থেকে সে নয়ডায় গা ঢাকা দিয়ে ছিল। প্রায় একইসঙ্গে দুই জেলায় চালানো অভিযানে ওদের কাছ থেকে একটি ইনসাস রাইফেল, ৫৫০টি তাজা কার্তুজ সমেত প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। বিস্ফোরক, ডিটেক্টরও পাওয়া গিয়েছে। উত্তরপ্রদেশ সন্ত্রাস দমন স্কোয়াড ও গোয়েন্দা সংস্থাগুলির চালানো যৌথ অভিযানে এতজন নকশাল ধরা পড়ায় দিল্লি ও তার আশপাশে বড় নাশকতার ছক এড়ানো গেল বলে দাবি পুলিশের। আইজি (এসটিএফ) আসিম অরুণ জানিয়েছেন, নয়ডায় গতকাল সারারাতের অভিযান চলে আজ ভোর পর্যন্ত। একটি সূত্রে খবর পেয়ে সেখানকার সেক্টর ৪৯ এর এক ফ্ল্যাটে হানা দেয় যৌথ দল। গ্রেফতার হয় ৯ নকশাল। আরেকজনকে বিহার সংলগ্ন চান্দাউলি থেকে পাকড়াও করা হয়। এরা নয়ডাকে ঘাঁটি বানিয়ে পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারের সংলগ্ন এলাকায় কাজ করছিল। তারা প্রপার্টি ডিলার সেজে দুটি ফ্ল্যাট ভাড়াও খাটাচ্ছিল। পুলিশ কর্তাটি জানান, ওদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেকের খোঁজ মিলতে পারে।