অমেঠি: পরিবারের ১০ জনকে কুপিয়ে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অমেঠির মাহনোয়া অঞ্চলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অমেঠির পুলিশ সুপার সন্তোষ কুমার সিংহ বলেছেন, জামালু (৪৫) নামে এই ব্যক্তি প্রথম পরিবারের ১২ জনকে কীটনাশক খাইয়ে খাওয়ায়। তারপর সে প্রত্যেককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে নিজে গলায় দড়ি দেয়। জামালু সহ ১১ জনের মৃত্যু হয়েছে। দু জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কী কারণে জামালু এই কাণ্ড ঘটাল, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
পরিবারের ১০ জনকে কুপিয়ে খুন করে আত্মহত্যা
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2017 08:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -