ভুবনেশ্বর: ওড়িশায় দাবদাহ অব্যহত। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে যে তাপপ্রবাহ চলছে, সেই ছবিটা বদলাল না সোমবারও। ওড়িশার দশটি জায়গায় তাপমাত্রার পারদ ছাপিয়ে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের চৌকাঠ।


পরিস্থিতি সবচেয়ে দুর্বিষহ পশ্চিম ওড়িশায়। তীব্র দহন চলছে গোটা এলাকা জুড়ে। জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতর থেকে জানানো হয়েছে, ১৫ জেলায় কমপক্ষে আরও পাঁচদিন এই পরিস্থিতি বজায় থাকবে।

পশ্চিম ওড়িশার তিতলাগড় এবং তালচের শহরে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে এই দুই শহরের পরেই রয়েছে বালাঙ্গীর। সেখানকার পারদ ছুঁয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। সম্বলপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.১ ডিগ্রি সেলসিয়াস। হিরাকুদ ও সোনপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি। ঝাড়সুগুড়া ও ভৌনপটনার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। মালকানগিরিতে
৪১.৪ ডিগ্রি ও অঙ্গুলে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র দাবদাহ থেকে বাঁচতে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।