নয়াদিল্লি: এ বছরের জুলাই মাসে রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে। এরপর তাঁর ঠিকানা হবে ১০, রাজাজি মার্গ। এই বাংলোতেই থাকতেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। ২০১৫ সালে তাঁর মৃত্যুর পর এই বাংলো দেওয়া হয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মহেশ শর্মাকে। তবে রাষ্ট্রপতির জন্য এই বাংলো খালি করে দিয়েছেন মহেশ। তাঁর জন্য বরাদ্দ হয়েছে ১০, আকবর রোডের বাংলো। এই বাংলোতে ছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। তিনি গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই বাংলো খালি পড়েছিল। সেখানেই এখন থেকে থাকবেন মহেশ।


১৯৬২ সাল থেকে রাষ্ট্রপতির পেনশনের নিয়ম চালু হয়েছে। এই নিয়ম অনুযায়ী, অবসর নেওয়ার পর দেশের যে কোনও জায়গায় বিনা ভাড়ায় থাকতে পারবেন রাষ্ট্রপতি। তিনি বাকি জীবন বিনামূল্যে জল ও বিদ্যুৎ পাবেন। ১০, রাজাজি মার্গের বাংলোটি মোট ১১,৭৭৬ বর্গফুটের। সেখানে একটি পাঠাগার এবং পড়ার ঘরও আছে। মহেশ জানিয়েছেন, নগরোন্নয়ন মন্ত্রক জানতে চেয়েছিল, এই বাংলো ছেড়ে দিতে তাঁর কোনও আপত্তি আছে কি না। তিনি জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতির জন্য এই বাংলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তিনি বাংলোটি ছেড়ে দেবেন।