নয়াদিল্লি: ১০, রাজাজি রোড। নয়াদিল্লির ৮ ঘরের দোতলা এই বাংলোতেই থাকবেন শীঘ্র প্রাক্তন হতে চলা বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

৩৪০ ঘরের বিশাল রাষ্ট্রপতি ভবনের জায়গায় ৮ ঘরের এই বাংলো চোখে পড়ার মত পরিবর্তন ঠিকই। তবে প্রাক্তন রাষ্ট্রপতিদের কাছে এই ঠিকানা অবাক করা কিছু নয়, এপিজে আবদুল কালাম রাষ্ট্রপতি পদ থেকে অবসর গ্রহণের পর এখানেই বসবাস করতেন।

প্রণবকে স্বাগত জানাতে ১১,৭৭৬ বর্গ ফুট জমির ওপর এই বাংলো সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে, রং করা হয়েছে পাঁচিল। পুরনো আসবাবপত্র নতুন আনা হয়েছে, প্রবেশ ও প্রস্থানের দরজা এখন আগামী অতিথির নেমপ্লেটের অপেক্ষায়।

কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ঠাসাঠাসি আসবাব দিয়ে বাংলো ভর্তি করতে চায় না তারা। বরং বেশ কিছুটা জায়গা ফাঁকা রেখে তাতে লাইব্রেরি করা হয়েছে।

রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনকে ২৫ তারিখ বিদায় জানাবেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি স্থলাভিষিক্ত হবেন রামনাথ কোবিন্দ। তিনিই প্রণবকে পৌঁছে দেবেন তাঁর নতুন ঠিকানায়।