হায়দরাবাদ: ১০ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করল সদ্য জেল থেকে ছাড়া পাওয়া এক দাগি অপরাধী। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বল্লারুম অঞ্চলে। অনিল কুমার নামে এই ব্যক্তি স্বভাবগত অপরাধী বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 

বল্লারুম থানার সাব ইন্সপেক্টর এম সতীশ কুমার বলেছেন, শনিবার সন্ধ্যায় একটি তাড়ির দোকানে নেশা করে অনিল। শিশুটি তার মায়ের সঙ্গে সেখানে ছিল। তাকে চকোলেট ও চিপস কিনে দেওয়ার লোভ দেখিয়ে অন্য এক জায়গায় নিয়ে যায় অনিল। এরপর তাকে ধর্ষণ করে পাথরে মাথা ঠুকে খুন করে।

 

শিশুটির মা শনিবার রাতেই থানায় এসে অভিযোগ দায়ের করেন। শিশুটির মৃতদেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত অনিল পলাতক। তার বিরুদ্ধে ধর্ষণ, খুন ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে খুঁজে বার করার জন্য একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।