৪ মাস ধরে ধর্ষণে গর্ভবতী ১০ বছরের মেয়ে, অভিযুক্ত ১২ বছরের ছেলে
Web Desk, ABP Ananda | 02 Mar 2019 06:53 PM (IST)
পালঘর: ১০ বছরের মেয়েকে বারংবার ধর্ষণে অভিযুক্ত ১২ বছরের ছেলে। মহারাষ্ট্রের পালঘর জেলার গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মেয়েটির অভিভাবকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে দায়ী করা হয়েছে। মোখাদা থানার জনৈক কর্তা বলেছেন, অভিযোগকারিনী ও অভিযুক্ত, দুজনেই নাবালক। প্রতিবেশী। অভিযোগ, গত চার মাস ধরে মেয়েটিকে ধর্ষণ করেছে ছেলেটি। তিনি জানান, দিনকয়েক আগে মেয়েটি পাকস্থলীতে যন্ত্রণার কথা বলে। অভিভাবকরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষায় ধরা পড়ে, সে অন্তঃসত্ত্বা। বাবা-মায়ের প্রশ্নের জবাবে সে কী হয়েছে, খুলে বলে। তারপরই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ছেলেটিকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) ও পকসো আইনে অভিযুক্ত করা হয়েছে। যদিও তদন্ত চললেও ছেলেটিকে এখনও আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।