পটনা: আম পাড়ার ‘অপরাধে’ বিহারে এক ১০ বছরের বালককে গুলি করে হত্যার অভিযোগ উঠল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার খাগাড়িয়া গ্রামের পথরাহা গ্রামে।
পুলিশ জানিয়েছে, চার বন্ধুর সঙ্গে আমবাগানে খেলতে গিয়েছিল সত্যম কুমার নামে ওই বালক। কিছুক্ষণ পর, সেখানেই তাঁর রক্তাক্ত দেহ মেলে। নিহতের বাবার অভিযোগ, বাগানে আম চুরি করার ‘অপবাদে’ তাঁর ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে।
তাঁর দাবি, আমবাগানের নিরাপত্তাকর্মী এই কাজ করেছে। জানা গিয়েছে, অভিযুক্ত পাহারাদারের নাম রামাশিস যাদব। পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছয়, ততক্ষণে চম্পট দিয়েছে ওই নিরাপত্তাকর্মী।
তবে, এই ঘটনায় বেশ কিছুটা ধন্দে রয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে গুলির কোনও ফাঁকা খোল খুঁজে পাননি তদন্তকারীরা। নিহত বালকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ সত্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।