নয়াদিল্লি: চলতি বছরের প্রথম ৬ মাসে জম্মু ও কাশ্মীরে ১০০ জঙ্গি নিধন হয়েছে। একইসঙ্গে লড়াইয়ে শহিদ হয়েছেন ৪৩ জন জওয়ান। বুধবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগ করেন, এই সময়ে ১৬ জন সাধারণ নাগরিকও মারা গিয়েছেন। আহির বলেন, ২০১৭ সালে, জম্মু ও কাশ্মীরে মোট ৩৪২টি হিংসার ঘটনা ঘটেছিল। যেখানে ২১৩ জন জঙ্গিকে নিধন করা হয়। এছাড়া, ৮০ জন নিরাপত্তাকর্মী ও ৪০ জন সাধারণ নাগরিকও মারা যান। সেখানে ২০১৬ সালে, ৩২২টি ঘটনায় ৮২ জন নিরাপত্তাকর্মী ও ১৫ নাগরিক মারা যান ও ১৫০ জন জঙ্গিকে খতম করা হয়।
এবছর প্রথম ৬ মাসে কাশ্মীরে ১০০ জঙ্গি খতম, ৪৩ জওয়ান শহিদ
Web Desk, ABP Ananda | 18 Jul 2018 06:42 PM (IST)