তৈরি হাজার অটো, মঙ্গলবার মুম্বইয়ে রাহুলকে স্বাগত জানাবেন অটোচালকরা
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jun 2018 01:05 PM (IST)
মুম্বই: রাহুল গাঁধীকে মঙ্গলবার মু্ম্বইয়ে স্বাগত জানাবেন অটোচালকরা। কংগ্রেস সভাপতি সেদিন গোটা দিন সফর করবেন বাণিজ্য নগরীতে। তাঁকে অটোচালকরা অভ্যর্থনা জানাতে তৈরি। ১০০০ অটোরিক্সা চালক গাড়ি নিয়ে যাবেন। এই ঘোষণা করে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বলেন, রাহুলজীকে তাঁদের অটোয় স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছেন হাজারখানেক অটোচালক। আমাদের দলের সভাপতিকে সাধারণ মানুষ যে কত ভালবাসেন, এটা তারই প্রমাণ। সাধারণ মানুষের অভাব-অভিযোগ, সমস্যা, সুখ-দুঃখের কথা তাঁর কাছে পৌঁছনোই শুধু সুনিশ্চিতই করেন না, সাড়াও দেন রাহুলজি। সেজন্যই আমআদমি তাঁকে স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের পাকাপোক্ত করে তুলে পার্টিকর্মী ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার প্রক্রিয়া সুগম করার লক্ষ্যে হাতে নেওয়া প্রজেক্ট শক্তি কর্মসূচির আওতায় বুথ স্তরের দলীয় কর্মীদের সামনে ভাষণ দিতে রাহুল মুম্বই আসছেন। শহরতলির গোরেগাঁও এক্সিবিশন সেন্টারে বুথ স্তরের কর্মীদের জমায়েতেও ভাষণ দেওয়ার কথা আছে তাঁর।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -