জম্মু: চলতি বছরে জম্মু ও কাশ্মীরে একশোর বেশি জঙ্গি খতম করেছে নিরাপত্তা-বাহিনী। এখনও হিট-লিস্টে অনেক নাম রয়েছে। তাদের নিকেশ করার প্রক্রিয়া চলছে।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বহু জঙ্গির নামের তালিকা তৈরি করেছে নিরাপত্তাবাহিনী।
ইতিমধ্যে সেই তালিকায় নাম থাকা দক্ষিণ কাশ্মীরে ৬ পুলিশকর্মী হত্যার অন্যতম অভিযুক্ত লস্কর কম্যান্ডার বশির লস্করি এবং হিজবুল নেতা সবজার আহমেদ ভট্টকে খতম করা হয়েছে।
গত ২৮ মে, নিহত হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির ঘনিষ্ঠ সহযোগী সবজার ভট্টকে দক্ষিণ কাশ্মীরের ত্রালে খতম করে বাহিনী। ১ জুলাই অনন্তনাগে খতম হয় লস্করি এবং আরেক লস্কর জঙ্গি আজাদ মালিক।
প্রসঙ্গত, লস্করির নাম অনন্তনাগের আচ্ছাবল জেলায় গত ১৬ জুন ৬ পুলিশকর্মী হত্যার ঘটনায় উঠে এসেছিল। জম্মু ও কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, ১২ জুলাই পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম সাত মাসে ১০২ জন জঙ্গি খতম হয়েছে।
ওই আধিকারিক জানান, বেশিরভাগ এনকাউন্টার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান ও অনন্তনাগ জেলায় হয়েছে। এছাড়া উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরাতেও বেশ কিছু জঙ্গি নিধন করা হয়েছে।
এর আগে ২০১০ সালের একই সময়ে ১৫৬ জন জঙ্গিকে খতম করা হয়েছিল। গত বছর সংখ্যাটি ছিল ৭৭। ২০১৫ ও ২০১৪ সালে ৫৫ জঙ্গি খতম করা হয়েছিল। এছাড়া, ২০১৩-তে ৪৩, ২০১২ ও ২০১১ সালে যথাক্রমে ৩৭ ও ৬১ জঙ্গি খতম হয়েছিল।
ওই আধিকারিক জানান, জঙ্গি নিকেশ অভিযানে অংশ নিচ্ছে আধাসারমিক বাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ দল। এখন তাদের অন্যতম টার্গেট আবু ইসমাইল, অমরনাথ হামলার মাস্টারমাইন্ড হিসেবে যার নাম উঠে এসেছে।
ওই আধিকারিক জানান, জুন মাসে প্রকাশিত হিট-লিস্টে এখনও যাদের নাম রয়েছে, তাদের অন্যতম হল—লস্করের ডিভিসনাল কম্যান্ডার আবু দুজানা ওরফে হাফিজ, কুলগাম জেলা কম্যান্ডার জুনেইদ আহমেদ মাট্টু ওরফে কান্দ্রু, অনন্তনাগ জেলা কম্যান্ডার বশির ওয়ানি ওরফে লস্কর, পুলওয়ামা জেলা কম্যান্ডার শৌকত ওরফে হুজইফা, শোপিয়ান জেলা কম্যান্ডার ওয়াসিম আহমেদ ওরফে ওসামা এবং জীনত-উল-ইসলাম।
এছাড়া, তালিকায় রয়েছে—জয়েশের ডিভিশনাল কম্যান্ডার পাক নাগরিক আবু হামাস। রয়েছে হিজবুলের একাধিক জঙ্গির নামও। যেমন—ডিভিশনাল কম্যান্ডার জাকির রশিদ ভট্ট ওরফে মুসা, শোপিয়ান জেলা কম্যান্ডার সাদ্দাম পাদার ওরফে জঈদ, পুলওয়ামা জেলা কম্যান্ডার রেয়াজ আহমেদ ওরফে জুবেইর, বদগাম জেলা কম্যান্ডার মহম্মদ ইয়াসিন মাট্টু ওরফে মানসুর এবং কুলগাম জেলা কম্যান্ডার আলতাফ ওরফে কাচরু।