হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের গুড়িভডা গ্রাম। সেখানেই সকাল থেকে কাজে ব্যস্ত মস্তানআম্মা। ১০৬ বছর বয়সি এই বৃদ্ধাকে কখনও দেখা যাচ্ছে সবজি কাটতে, কখনও আগুনের সামনে বসে খুন্তি নাড়তে। বয়স তাঁকে তাঁর ভালবাসার কাজ রান্না করা থেকে মোটেই থামিয়ে রাখতে পারেননি।


দেখুন তাঁর রান্নার ভিডিও



প্রসঙ্গত, ১০৬ বছর বয়সেও এভাবে রান্না করায়, তিনি হয়ে উঠেছেন ইউটিউবের নয়া আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া ইউটিউবের সবচেয়ে প্রবীণতম তারকা হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি।

তাঁর নিজস্ব চ্যানেল রয়েছে। তারমাধ্যমে তিনি দর্শকদের ভারতের বিভিন্ন ঐতিহ্যশালী রান্না করা শেখান। তিনি তাঁর রান্নায় ব্যবহার করেন সমস্ত টাটকা-তাজা উপকরণ, সেটা মশলা থেকে শুরু করে সবজি। কীভাবে তরমুজ চিকেন বানাতে হয়, বা ফ্রেঞ্চ ফ্রাই করতে হয় গ্রাম্য স্টাইলে সেটাই নিজের চ্যানেলের মাধ্যমে শেখান এই বৃদ্ধা। আর সারা দুনিয়া থেকে তাঁর ভক্ত সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।