আগরা: এবার ধর্ষণের শিকার এক ১১ মাসের শিশুকন্যা। শিশুকন্যাকে ধর্ষণ করেছে তারই প্রতিবেশী ষোল বছরের এক নাবালক। এই ঘটনা প্রকাশ্য আসার পর অভিযুক্ত নাবালকের পরিবারকে একধরে করে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। আগরার কাগরাউল এলাকার কসবা গ্রামে। থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ৫০০ মিটার।
যেখানে ঘটনাটি ঘটেছে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত নাবালকের নামে এলাকার না না ধরনের অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।প্রসঙ্গত, ঘটনার দিন সন্ধেবেলা ছেলেটি শিশুকন্যার বাবা-মাকে এসে বলে, সে বাচ্চাটির সঙ্গে খেলতে চায়। তারজন্যে একটি খেলনাও এনেছে।
অভিযুক্ত নাবালকের বদ মতলব সম্পর্কে কোনও আন্দাজই করতে পারেননি শিশুকন্যার বাবা-মা। তাঁরা বাচ্চাটিকে ছেলেটির বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দেন। নাবালকটির বাড়ি বাচ্চাটির বাড়ির পাশেই।
বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গিয়ে শিশুকন্যার সঙ্গে অদ্ভূত ধরনের যৌন সম্পর্কে আবদ্ধ হয় নাবালকটি। পরে বাচ্চাটির চিত্কারে, তার বাবা-মা ছুটে যায়। ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত নাবালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আক্রান্ত শিশুকন্যাকে ডাক্তারি পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনা জানাজানির পরই অভিযুক্তের পরিবারকে একধরে করার সিদ্ধান্ত নেয় গ্রাম পঞ্চায়েত।
এবার ধর্ষণের শিকার ১১ মাসের শিশুকন্যা, অভিযুক্ত ১৬ বছরের নাবালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Aug 2016 04:18 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -