দেহরাদুন: মিড মে মিলে দেওয়া খাবারের মান খারাপ, এ কথা বলায় ১১ বছরের পড়ুয়াকে লোহার রড দিয়ে পেটালেন স্কুলের প্রিন্সিপাল। মারের চোটে জখম রাহুল নামে ছেলেটি হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলার ওল্ড দালানওয়ালা এলাকার সরকারি প্রাথমিক স্কুলে ক্লাস ফাইভের ছাত্র রাহুল গতকাল প্রিন্সিপাল নাসরিন বানোকে জানায়, মিড ডে মিলে তাদের খারাপ মানের খাবার পরিবেশন করা হয়। ক্ষিপ্ত বানো তাকে লোহার রড দিয়ে মারেন। রাহুল অচৈতন্য হয়ে পড়ে। তার বন্ধুরা তাকে বাড়ি নিয়ে যায়। বাবা-মা রাহুলকে হাসপাতালে ভর্তি করেন।
রাহুলের বাবা ধর্মেন্দ্র পাসোয়ান দালানওয়ালা থানায় অভিযোগ দায়ের করেছেন, তদন্ত শুরু হয়েছে।
রাহুলের আত্মীয়স্বজনরা স্কুলের বাইরে বিক্ষোভ দেখান।
মুখ্য শিক্ষা অফিসার এস বি জোশী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ওই পড়ুয়ার শরীরে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সাসপেন্ড করা হয়েছে প্রিন্সিপালকে।