শিলং: ১১ বছরের মেয়েকে ধর্ষণ করেছে সাত নাবালক। দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়ের গ্রাম মওতেনের মেয়েটিকে প্রথমে গত ডিসেম্বরে গ্রামের চাষের ক্ষেতে, পরে গত ১৩ ডিসেম্বর তার বাড়িতেই গণধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। দুবার মেয়েটির ওপর যৌন নির্যাতনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। সবাই ১৪ থেকে ১৬ বছরের, নিগৃহীতার গ্রামেরই। জানিয়েছেন এক পুলিশ অফিসার। মেয়েটির পরিবারের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই আটক করা হয়েছে ওদের। অপরাধ কবুল করার পর ওদের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (জি) (গণধর্ষণ) ও শিশুদের ওপর যৌন নিগ্রহ রোধ বা পকসো আইনের নানা ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেঘালয়ের স্বরাষ্ট্র দপ্তরের অপরাধ সংক্রান্ত রেকর্ড ব্যুরোর তথ্য, গত বছর রাজ্যে শিশুকন্যা ধর্ষণের ২২টি ও পকসো আইনে ১০১টি মামলা দায়ের হয়েছে।
মেঘালয়ে ১১ বছরের মেয়েকে দুবার ধর্ষণ ৭ নাবালকের!
Web Desk, ABP Ananda | 22 Jan 2017 01:05 PM (IST)