লখনউ: সংশোধিত নাগরিক আইনের প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ। মোদি ও শাহের নেতৃত্বাধীন সরকার লোকসভা ও রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (২০১৯) পাশ করানোর সময় থেকেই উত্তপ্ত হতে শুরু করে যোগী রাজ্য। রাষ্ট্রপতি ওই বিলে স্বাক্ষর করার পর থেকেই বিজেপি শাসিত এই রাজ্যের গোটা ছবিটাই পাল্টে যায়। জেলায়, জেলায় বিক্ষোভ, আন্দোলন কার্যত সংঘর্ষের আকার নেয়। ফিরোজাবাদ, মিরুত, কানপুর, সম্ভল, বীজনৌর, মুজাফ্ফরনগর, রামপুর, লখনউ সব জায়গাই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি পর্যন্ত চালাতে হয় পুলিশকে। আর যার ফলস্বরূপ প্রাণ হারায় অন্তত ১৯ জন। মৃতদের মধ্যে একটি ৮ বছরের শিশুও রয়েছে। যদিও পুলিশের দাবি, গুলিতে নয় পদপিষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই বালকের। সঙ্কটজনক অবস্থায় রয়েছেন আরও এক।
প্রসঙ্গত, নাগরিক আইনের প্রতিবাদে সামিল সাড়ে পাঁচ হাজারের ওপরে বিক্ষোভকারিদের আটক করা হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রের খবর। এছাড়াও ১ হাজার ১১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।