ভোপাল: গত ছয় মাসে মধ্যপ্রদেশের একটি গ্রামে অপুষ্টিতে ১২ শিশুর মৃত্যু হল। এছাড়াও আরও ২৪ শিশু হাসপাতালে চিকিত্সাধীন। সরকারি সূত্রে এ কথা জানানো হয়েছে। মঙ্গলবার শেওপুর জেলার গোলিপুরা গ্রামে যান রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী রুস্তম সিংহ। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং নিহত শিশুদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। নিহত ১২ শিশুর পরিবারগুলিকে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন। মন্ত্রীর নির্দেশে ১১ সদস্যের একটি দল শেওপুর জেলার শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সমীক্ষা শুরু করেছে।
মন্ত্রী জানিয়েছেন, মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময়ে গোলিপুরায় ১২ শিশু অপুষ্টিতে মারা গিয়েছে। অসুস্থ শিশুগুলির চিকিত্সার ক্ষেত্রে পরিবারগুলি দেরি করে। সময়ে চিকিত্সা হলে হয়ত শিশুগুলি বাঁচানো সম্ভব হত।
রুস্তম সিংহ আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিটি পরিবারের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। কোনও শিশু অসুস্থ হলে সে বিষয়ে তত্ক্ষণাত্ হাসপাতালে তা জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বিজয় নগর হাসপাতালে গিয়ে চিকিত্সাধীন শিশুগুলির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালে ভর্তি ২৪ শিশুর মধ্যে ৪ জন গোলিপুরার। বাকিরা অন্যান্যা গ্রামের।