নয়াদিল্লি:  মিশরের বাসিন্দা বিশ্বের সবচেয়ে ভারী মহিলা ইমন আহমেদকে নিজেদের উদ্যোগে মুম্বই এনে সইফি হাসপাতালে তাঁর ওজন কমানোর চিকিত্সা করেন ভারতের ১৩ জন চিকিত্সকের একটি দল।

সোমবার ইমনের একটি ছবিও প্রকাশ করা হয় চিকিত্সক ও হাসপাতালের তরফে। দাবি করা হয় ইমনের প্রায় ২৪০ থেকে ২৬০ কেজি ওজন কমেছে। কিন্তু তারপরই ইমনের বোন শাইমা সেলিম একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন তাঁর দিদির ওজন কমে যাওয়া প্রসঙ্গে এবং চিকিত্সা পদ্ধতি নিয়ে মিথ্যা বলছেন চিকিত্সকরা। এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় চাপানউতোর। তার জেরেই এবার ইমনের চিকিত্সা করছিলেন যে ১৩ চিকিত্সকের একটি দল, তাঁদের মধ্যে ১২ জন্য পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।

যেসমস্ত চিকিত্সকরা ইমন আহমেদের চিকিত্সা করছিলেন তাঁদের দাবি, সাইমা সেলিমের এধরনের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। তাঁর দিদির চিকিত্সায় এখনও পর্যন্ত মোট দু কোটি টাকা খরচ হয়েছে। তাঁর ওজনও কমেছে। তারপর যেভাবে তিনি চিকিত্সক ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে আঙুল তুলেছেন, সেটা মেনে নেওয়া যায় না। ওই চিকিত্সক দলেরই এক ডাক্তারের দাবি, সাইমার অভিযোগ থেকে একটা বিষয় পরিষ্কার তাঁরা ইমনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চান না।