পিথোরাগড়/ গোপেশ্বর: প্রচণ্ড বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। শুক্রবার ভোর থেকে পিথোরাগড় ও চামোলি জেলায় টানা বৃষ্টি ও ভূমিধসে ৩০জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ বেশ কয়েকজন। ওপর থেকে নেমে আসা কাদার স্রোতে ধুয়ে গেছে গ্রামের পর গ্রাম, বহু বাসিন্দা আটকে পড়েছেন ধ্বংসস্তুপের নীচে।



আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার ভোরে পিথোরাগড় জেলার সিংঘালি এলাকায় দু’ঘণ্টায় বৃষ্টি হয় ১০০ মিলিমিটারের বেশি। ৭টিরও বেশি গ্রামের যাবতীয় বাড়িঘর মাটিতে মিশে যায়। ৩০জনের দেহ উদ্ধার হয়, বেশ কয়েকজনের কোনও খবর নেই। উদ্ধারে হাত লাগিয়েছে আইটিবিপি, এসএসবি ও পিথোরাগড় জেলা পুলিশ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত জানিয়েছেন, মৃতদের পরিবারপিছু দু’লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রও। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে উত্তরাখণ্ডে পাঠানো হয়েছে। দরকারে ঘটনাস্থলে যাওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত বাহিনীকেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। পরিস্থিতির পর্যালোচনা করেছেন, জানিয়েছেন, পাহাড়ি এই রাজ্যকে সবরকমভাবে সাহায্য করা হবে।