শ্রীনগর ও নয়াদিল্লি:  জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রায় ১২ জন জঙ্গির একটি দল ঢুকেছে জম্মু কাশ্মীরে, খবর সূত্রের। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, বড়সড় আক্রমণের ছক রয়েছে ওই জঙ্গি দলের। গোটা দিল্লি জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে।

 

নিরাপত্তাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর এসেছে জঙ্গিরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে জম্মু কাশ্মীরে ঢুকেছে। শনিবার, রমজানের ১৭ তম দিনে বড় ধরনের আক্রমণের ছক রয়েছে তাদের। ওই দিনই ব্যাটল ওফ বাদর বা ইসলামের প্রথম যুদ্ধ লড়া হয় ৬২৪ এ.ডিতে। সেই দিনটির কথা মনে রেখেই হামলার ছক কষছে জঙ্গিরা।

জঙ্গি হানার আশঙ্কায় দিল্লি ও জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চারিদিকে চলছে কড়া নজরদারি।

ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিদের একটি দল। পুলওয়ামা থেকে বিস্ফোরক ভর্তি তিনটি ব্যাগও উদ্ধার করেছে পুলিশ। গতবছরও এই সময় কাশ্মীরের বিভিন্ন এলাকায় আক্রমণ চালায় জয়েশ জঙ্গিরা।