মুম্বই: মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনা। আজ ভোরে সাকি নাকা-কুর্লা এলাকায় একটি জলখাবারের দোকানে আগুন লেগে অন্তত ১২ কর্মীর মৃত্যু হয়েছে। ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ খৈরানি রোডের ওপর ভানু ফারসান নামের দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক তার ও বিদ্যুতের নানা যন্ত্রপাতি থাকায় আগুন ছড়ায় দ্রুত। ভেতরের খাবারদাবার, আসবাবপত্রেও ধরে যায় আগুন। ফলে ধসে পড়ে গোটা দোকান। ১২ জন কর্মী তখন ভেতরে কাজ করছিলেন, আগুন আর ধোঁয়ার পাঁচিল টপকে তাঁরা বাইরে বেরিয়ে আসতে পারেননি। শেষমেষ দমকলের ১২টি ইঞ্জিন, ৪টি বিশাল জলের ট্যাঙ্কার ও উদ্ধারকারী দল এসে পরিস্থিতি আয়ত্তে আনে। ১২ জনের দেহ ধ্বংসস্তুপ থেকে টেনে বার করা হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের ঘোষণা করা হয় মৃত বলে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, ঘটনার তদন্ত চলছে।