বিড়ঃ: প্রচন্ড গরমে, ৪২ ডিগ্রি তাপমাত্রায় জল আনতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১২ বছরের যোগিতা দেশাইয়ের। মহারাষ্ট্রের খরা কবলিত বিড় জেলার ছোট্ট মেয়ে যোগিতা দেশাই জল আনতে গিয়েছিল বাড়ি থেকে ৫০০ মিটার দূরের এক জলের ট্যাঙ্কে।



দিন কয়েক ধরেই আন্ত্রিকে ভুগছিল যোগিতা। সেই অবস্থাতেই পরিবারকে সাহায্য করতে প্রায় পাঁচ বার মতো ওই গরমে জল আনতে যেতে হয় যোগিতাকে। বিকেল চারটে নাগাদ পাম্প করতে করতে হঠাত্ই বমি শুরু হয় যোগিতার। সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় সে। তারপর গ্রামবাসীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, সোমবার মধ্যরাতে তার মৃত্যু হয়। চিকিত্সকরা জানিয়েছে, প্রবল গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যোগিতার।