দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা ভারতীয় সেনা বাহিনীর শহিদ জওয়ানের কন্যা গুরমেহর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তির আর্জি জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। বেশ কয়েকটি পোস্টারের মাধ্যমে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেছিলেন।
এবার সেই ধাঁচেই নিহত আরএসএস কর্মী ৫২ বছরের সন্তোষের কিশোরী কন্যা বিস্ময়া ভিডিও পোস্টে একাধিক প্ল্যাকার্ডের মাধ্যমে তার বার্তা তুলে ধরেছে।
গত জানুয়ারিতে কান্নুরে নিজের বাড়িতে খুন হন সন্তোষ। বাম কর্মীরা তাঁকে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ।
ভিডিও-তে অষ্টম শ্রেণীর ছাত্রী বিস্ময়া বলেছে, আমার বাবা আমার স্বপ্ন সফল করতে চেয়েছিলেন। একটা রাত্রে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
বিস্ময়া আরও বলেছে, তাঁর একমাত্র ভুল ছিল, আরএসএস ও বিজেপিকে সমর্থন করা। এখন আমার ভবিষ্যত অন্ধকার। ওরা শুধু আমার বাবাকে নয়, আমার স্বপ্ন ও ভবিষ্যতকেও খুন করেছে। আমার চারদিকে এখন নিকষ কালো অন্ধকার। আমি এখন জবাব পাইনি, ওরা আমার বাবাকে মারল কেন।
বিস্ময়া বলেছে, সে পুলিশ হয়ে নিজের গ্রামের সেবা করতে চায়।
উল্লেখ্য, কান্নুরে সংঘর্ষে বেশ কয়েকজন আরএসএস ও বাম কর্মীর মৃত্যু হয়েছে। ১৯৯১ থেকে এই সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ১০০ জন খুন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।