নয়াদিল্লি: গরম পড়েছে, গলছে হিমালয়ের বরফ। এই সুযোগে পাক সেনা চেষ্টা করছে নিয়ন্ত্রণরেখা টপকে যত বেশি সম্ভব জঙ্গিকে ভারতে ঢুকিয়ে দিতে। এ জন্য নিয়ন্ত্রণরেখায় ছোট ছোট দলে ভাগ হয়ে অপেক্ষা করছে অসংখ্য জঙ্গি। সুযোগ পেলেই তারা এ পাশে চলে আসবে।
কিন্তু ভারতীয় নিরাপত্তা বাহিনীও চুপ করে বসে নেই। নিয়ন্ত্রণরেখা বরাবর গুরেজ, মাছিল, নৌগাম ও উরি সেক্টরে একের পর এক অপারেশন চালিয়ে বুধবার থেকে শনিবারের মধ্যে তারা খতম করেছে ১৩ জন পাকিস্তানি জঙ্গিকে।
নর্দার্ন কমান্ড হেডকোয়ার্টারের মুখপাত্র এ কথা জানিয়েছেন।
প্রথমে ৮ তারিখ মাছিল সেক্টরে ৪ জঙ্গিকে চিহ্নিত করে নিকেশ করা হয়, তারপর সেদিনই নৌগামে খতম হয় ৩ জঙ্গি। তারপর থেকে উরি আর গুরেজ সেক্টরেও চলছে অপারেশন। উরিতে এখনও পর্যন্ত মারা পড়েছে ৫ জন সশস্ত্র অনুপ্রবেশকারী আর গুরেজে একজন।
জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক, দাহ্য পদার্থ, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ। সম্ভবত রমজান মাসে সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর টার্গেট ছিল তাদের।
বুধবার থেকে শনিবার পর্যন্ত খতম হয়েছে ১৩ জন পাক জঙ্গি, জানাল সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2017 09:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -